মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাংবাদিক হামিদুর সহ চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার মাধবপুর-হরষপুর সড়কের শেউলিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত অটোচালকের নাম ইমাম হোসেন (৩৫)। তিনি উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাধবপুর থেকে চৌমুহনী যাচ্ছিল। অটোরিকশাটি শেউলিয়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রলির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়।
এ সময় অটোরিকশাটি দ্রুত ব্রেক কষলে উল্টে তা পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক ইমাম হোসেন।দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী সাংবাদিক হামিদুর সহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাংবাদিক হামিদুর রহমানকে দ্য ল্যাব এইডে ভর্তি করেন।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।