মাধবপুরে সিএনজি অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 3 October 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সিএনজি অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

অনলাইন এডিটর
October 3, 2020 11:36 pm
Link Copied!

 

মোঃ জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় জেসমিন আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন।

নিহত জেসমিন উপজেলার মনতলা (মেলাসানি) গ্রামের নুর হোসেনের মেয়ে ও মনতলা মহিলা কওমি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, শনিবার সকালে জেসমিন ও তার এক সহপাঠী রাস্তা দিয়ে হাঠছিলেন। এ সময় মনতলা থেকে মাধবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ জেসমিনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।