মাধবপুরে সায়হাম গ্রুপ কর্তৃক দুর্গাপূজায় খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 31 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সায়হাম গ্রুপ কর্তৃক দুর্গাপূজায় খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন এডিটর
August 31, 2020 7:03 pm
Link Copied!

ছবি: সায়হাম গ্রুপ কর্তৃক ভার্চুয়াল সিস্টেমে দুর্গাপূজায় খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি কমিটির সভা।

 

মোঃ জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জ মাধবপুর উপজেলার হাইওয়ে ইন লিমিটেডে আগামী দুর্গাপুজা উপলক্ষ্যে সায়হাম গ্রুপ কর্তৃক ভার্চুয়াল সিস্টেমে মাধবপুর উপজেলার গরীব ও অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে (৩১’শে আগস্ট) সোমবার সকাল ১০ টার দিকে খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এস এফ এ এম শাজাহান।

প্রধান অতিথি ছিলেন, মাধবপুর সায়হাম গ্রুপের চেয়ারম্যান মোঃ এস এম ফয়সাল এবং বিশেষ অতিথি ছিলেন সায়হাম গ্রুপের উত্তরসুরী, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস এম ইসতেহাক আহমেদ।

উপস্থিত ছিলেন, এছাড়া ১১ টি ইউনিয়নের সভাপতি ও মাধবপুর উপজেলার আহবায়ক কমিটি ও পৌর সভার সকল সদস্যবৃন্দ।

সভায় সভাপতি ও প্রধান অতিথি মাধবপুর উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে যেন সুস্থভাবে খাদ্য সামগ্রী সঠিক ভাবে বন্টন করা হয় দিকনির্দেশনা প্রদান করেন।