মাধবপুরে সাড়ে চার মাস পর আদালতের নির্দেশনায় কবর থেকে লাশ উত্তোলন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 1 March 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সাড়ে চার মাস পর আদালতের নির্দেশনায় কবর থেকে লাশ উত্তোলন

Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মেহেরপুর গ্রামের মোঃ শহীদ মিয়ার মেয়ে মোছাঃ সুলতানা আক্তার (১৫) এর লাশ কবর থেকে তুললেন প্রশাসন।

এবিষয়ে মনতলা তদন্ত পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ কাইয়ূম উদ্দিন চৌধুরী দৈনিক আমার হবিগঞ্জ কে জানান,গত সাড়ে চার মাস আগে সুলতানা আক্তার (১৫) ফাঁসি লেগে আত্মাহত্যা করেন।

পরে তার পরিবার কাউকে না জানিয়ে, থাকে পারিবারিক কবর স্থানে দাফন করেন।দাফন করার কিছুদিন পরেই তার বাবা মোঃ শহীদ মিয়া আদাঐর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সহ কয়েক জনের নামে আদালতে মামলা করেন।

পরে আদালতের নির্দেশনায় সোমবার(২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার সময় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মইন ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক এবং মনতলা তদন্ত পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ও পুলিশ ফাঁড়ির সদস্য গণদের উপস্থিত ক্রমে মেহেরপুর লাশের পারিবারিক কবরস্থান থেকে সুলতানা আক্তার এর লাশ তুলেন প্রশাসন।

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।