ইয়াছিন তন্ময় মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)এর সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি’র মাসিক যৌথসভা ও ই- প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নোয়াপাড়া চা বাগান উক্ত সভা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সহকারী প্রকল্প পরিচালক তাপস কান্তি বড়ুয়া’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ প্রকল্প পরিচালক সালাহ্ উদ্দিন ইবনে সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব রক্ষন কর্মকর্তা এম এইচ জাহাঙ্গীর।
সভায় মাধবপুর উপজেলার সিভিডিপি ভুক্ত উপকারভোগী ৬০ টি সমিতির গ্রাম কর্মীরা উপস্থিত ছিলেন।