মাধবপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির জিটুপি'র নতুন ভাতাভোগীদের ভাতার অর্থ ১৯'জুলাই বিতরণ শুরু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির জিটুপি’র নতুন ভাতাভোগীদের ভাতার অর্থ ১৯’জুলাই বিতরণ শুরু

Link Copied!

 

মোঃ জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জ মাধবপুর উপজেলার সমাজসেবা কার্যালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির জিটুপি’র আওতায় ১১’টি ইউনিয়ন ও ১’টি পৌরসভায় ২০১৯-২০ অর্থ বছরের নতুন ভাতাভোগীদের ভাতার অর্থ ব্যাংক এশিয়া লিঃ এজেন্ট ব্যাংক কর্তৃক উদ্যোক্তাদের মাধ্যমে ভাতার অর্থ আগামি ১৯’জুলাই ২০২০ হতে বিতরণ করা হবে।

মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, মাধবপুর উপজেলার পর্যায়ক্রমে ইউনিয়ন গুলোতে ভাতা বই বিতরণ রেজিস্টার উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

         ছবি: ভাতা বই বিতরণ রেজিস্টার উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করছেন
                            সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার

 

তিনি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেবদের অবগতির জন্য জানিয়েছেন, ভাতাভোগীরা ভাতার অর্থ উত্তোলনের সময় অবশ্যই জাতীয় পরিচয় পত্রের মূল আইডি কার্ড সাথে নিয়ে আসার জন্য ও অনুরোধ করেছেন।