হবিগঞ্জের মাধবপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাজল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ । সে মাধবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডেরর বাসিন্দা আব্দুল খালেক মিয়ার পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, রবিবার (৬ফেব্রুয়ারি) রাতে পৌর শহরে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশে এসআই শুভ দে, এসআই শামসুল আরেফিন, এসআই এনামুল, এসআই ওয়াদুদ গাজী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভোক্ত আসামি কাজল কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সততা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামি কাজল অনেক দিন দরে পালিয়ে বেড়াচ্ছিল। তার নামে অপর আরেকটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।