ঢাকাFriday , 10 January 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সাংবাদিক হামিদুরের সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :   হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের মনতলা হজরত শাহ জালাল (রা) সরকারী কলেজের এর হল রুমে অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দিয়েছে স্বচ্ছতা গ্রুপ এবং সড়ক দূর্ঘটনায় আহত স্বচ্ছতা গ্রুপের অন্যতম সদস্য তরুণ সাংবাদিক হামিদুর রহমান এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মনতলা বাজার জামে মসজিদে। একই দিন স্বচ্ছতা গ্রুপের প্রধান উদ্যোগক্তা বিশিষ্ট সমাজ সেবক করিমুল হক কে স্বচ্ছতা গ্রুপের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে স্বচ্ছতা গ্রুপের আয়োজনে উক্ত অনুষ্ঠানে মোঃজিয়াউর রহমান সুজন এর পরিচালনায় সভাপতিত্ব করেন স্বচ্ছতা গ্রুপের উদ্দ্যোক্তা জনাব মোঃকরিমুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং বহরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আরিফুর রহমান আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলাউদ্দিন, অধ্যাপক অলক চক্রবর্তি স্বচ্ছতা গ্রুপের সদস্য মোঃআব্দুর রহমান, মোহাম্মদ লোকমান শাহ, মোঃ মামুন মিয়া, শেখ ইমন আহমেদ, অর্জুন পাল প্রমূখ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। উল্লেখ্য আজ স্বচ্ছতা গ্রুপের ৫ম ধাপের কম্বল বিতরণ হয়েছে।