মাধবপুরে সরকারি নিয়ম অমান্য করায় ৬ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 19 June 2020

মাধবপুরে সরকারি নিয়ম অমান্য করায় ৬ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

Link Copied!

মোঃ মিটন মিয়া,মাধবপুর,প্রতিনিধি।। মাধবপুর বাজারে বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (১৯ জুন) উপজেলা নির্বাহি অফিসার তাসনুভা নাশতারান নেতৃত্বে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।এ সময় অযথা ঘোরাঘুরি দায়ে ২ ব্যক্তি ও সরকারি নিয়ম অমান্য করে দোকান খোলা রাখায় ৬ দোকানিকে মোট ১০ হাজার’ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার তাসনুভা নাশতারান বলেন, সরকারি আদেশ অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে যেমন মাস্কবিহীন অযথা রাস্তায় ঘোরাফেরা করার কারণে ২ ব্যক্তিকে মোট ১ হাজার টাকা জরিমানা এছাড়া সরকারি নিয়ম অমান্য করে দোকান খোলা রাখায় ৬ দোকানিকে নয় হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত দোকানিদের ভবিষ্যতে এমন পরিস্থিতিতে দোকান খুলবেন না এই মর্মে সতর্ক করা হয়। এছাড়াও মাইকিংয়ের মাধ্যমে সবাইকে লকডাউনের বাধা নিষেধ মেনে চলার জন্যে সবাইকে অনুরোধ করা হয় বলেও জানান তিনি।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়