মাধবপুরে সরকারি নির্দেশনা অমান্য কারায় মোবাইল কোর্ট পরিচালনা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 15 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সরকারি নির্দেশনা অমান্য কারায় মোবাইল কোর্ট পরিচালনা।

Link Copied!

    ছবি: মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউএনও                              তাসনূভা নাশতারান

 

মোঃ মিটন মিয়ার, মাধবপুর : মাধবপুরে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৮’জুন রাত ১১;৫৯ থেকে ০২ জুলাই রাত ১১;৫৯ পর্যন্ত মাধবপুর পৌর শহরকে লকডাউন ঘোষনা করা হয়। এরপর মাধবপুর পৌর শহরে আক্রান্তের সংখ্যা আরো বাড়লে ২’য় দফায় লকডাউনের মেয়াদ ৭’দিন বাড়িয়ে ২,৭,২০ ইং থেকে ৮,৭,২০ ইং পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়।

লকডাউন খুলে দেওয়ার পর মাধবপুর পৌর বাজারে সকল দোকান-পাট খোলা রাখার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, সকাল ৬’টা থেকে সন্ধ্যা ৭টা’পর্যন্ত।

উপজেলা নির্বাহী অফিসার, ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান গত রবিবার (১৩ জুলাই) রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের বাইরে দোকান খোলা রাখা, মাস্ক না পরার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করেন।