হবিগঞ্জের মাধবপুরে সরকারি খালের উপর অবৈধভাবে স্থাপনা আদালতের নির্দেশে উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার (২০জুন) দুপুরে উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
অভিযানে মনতলা ভূমি অফিসের তহশীলদার কুতুবউদ্দিন, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহমেদসহ পুলিশের একটি চৌকস দল সহায়তা করেন।
মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম জানান, সরকারি খাল দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করা হয়েছিল।
আদালতের নির্দেশে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কেউ সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করতে পারবে না।