মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১২ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১২

Link Copied!

 

শিশু মোহন দাস, মাধবপুর : মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ জুলাই) সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে বিআরটিসি বাসটি মাধবপুর আন্দিউড়া ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেলে, ১২ জন আহত হয়। আহত ব্যক্তিদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

 

                        ছবি: নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া বিআরটিসি বাস

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ধারে একটি গাছের গায়ে ধাক্কা লাগে। এতে বাসে থাকা কমপক্ষে ১২ জন যাত্রী আহত হন। বিআরটিসি মালিক সমিতির সভাপতি বলেন, আহতদের দ্রুত সুস্থ করা হবে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।