মাধবপুর উপজেলার ৩ নং বহরার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অন্তর্গত রাজাপুর চৌধুরী বাড়ির পশ্চিমে ইট সলিং করা রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী জনসাধারণ।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে রাস্তাটি সম্প্রসারণ করে ইট সলিং করা হয়। কিন্তু অদৃশ্য কারণবশত সড়কের মাঝখান থেকে সরানো হয়নি বিদ্যুতের খুঁটিটি। এতে করে প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহন ও জনসাধারণ বিদ্যুতের খুঁটি মাঝখানে রেখে দুই পাশ দিয়ে চলাচল করে।
যেকোন সময় গড়তে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি একাধিকবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলেও গড়িমসি করছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বক্তব্যের জন্য বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত এজিএম সৈয়দ আজহারুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।