মাধবপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী কামাল মিয়া আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 1 December 2019
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী কামাল মিয়া আটক

অনলাইন এডিটর
December 1, 2019 5:31 pm
Link Copied!

মাধবপুর প্রতিনিধি:  রবিবার ( ১ ডিসেম্বর) সকাল দশটায় মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে সুরমা চা বাগান থেকে মাদক মামলার পলাতক আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী কামাল মিয়া (৪০) কে গ্রেফতার করেছেন। কামাল মিয়া মাধবপুর উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের গোয়াসনগর গ্রামের বাচ্চু মিয়া মেম্বারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,গত ২৪ নভেম্বর সকালে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল তেলিয়াপাড়া রেল স্টেশনের সামনে থেকে ৪০০ বোতল ফেনসিডিল সহ নরসিংদী জেলা সদরের উত্তর সাটিরপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শরীফ মিয়া (৩৩) ও একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) কে গ্রেফতার করে এবং মাদক পাচারের কাজে ব্যাবহৃত হলুদ রঙের একটি প্রাইভেট কার আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল মিয়া সহ অপর মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়।

এসআই রাকিবুল হাসান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ মাদক চোরাকারবারির নাম ও পলাতকদের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য যে, এই মামলায় আরও কয়েকজন আসামি পলাতক আছে।