মাধবপুর প্রতিনিধি : তীব্র শীতে সারাদেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছিন্নমূল মানুষের দুর্ভোগ যখন চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই আসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান ও সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার। গত শুক্রবার (২০ডিসেম্বর) থেকে শনিবার পর্যন্ত টানা দুই দিন ধরে শীতার্তদের মধ্যে শীতের কম্বল বিতরণ করেন তারা। সারাদেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুরেও কয়েকদিন যাবত তীব্র শীতের দাপট চলছে।
দুই দিন যাবত ছিন্নমূল মানুষদের দুর্ভোগের কথা ভেবে মাধবপুরের বিভিন্ন রেল স্টেশন, এতিমখানা, বেদেপল্লীসহ বিভিন্নস্থানে কম্বল নিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনূভা নাশতারান ও সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার । দরিদ্র শীতার্তদের কাছে কাছে গিয়ে তারা কম্বল উপহার দিচ্ছেন। হাড় কাঁপানো এ শীতে কম্বল পেয়ে আনন্দিত শীতার্তরা।দুই নারী সরকারি কর্মকর্তার এমন সুন্দর উদ্যোগের প্রসংশা করছেন জনসাধারণ।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান বলেন, আমাদের গরম কাপড় আছে বলেই শীত থেকে রেহাই পাচ্ছি। যাদের নেই তারা কিভাবে শীত থেকে রক্ষা পাবে। তাই বিভিন্ন স্থানে গিয়ে প্রকৃত শীতার্তদের খুঁজে বের করে তাদের মাঝে সরকারি কম্বল নিজ হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের সবাইকে শীতার্তদের পাশে থাকতে হবে।