মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকালে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারী আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট বিভাগীয় সেক্রেটারী ফারুক আহমেদ, হবিগঞ্জ জেলা সভাপতি খলিলুর রহমান, জেলা সেক্রেটারী আব্দুল মতিন, মাধবপুর উপজেলার উপদেষ্ঠা মাওঃ আলাউদ্দিন ভুইয়া, মাওঃ নবীর হোসাইন, আব্দুর রহমান সোহাগ, রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা সভাপতি নায়েব উল্লাহ। এ সময় প্রায় অর্ধ শতাধিক অসহায় শীতার্থাদের মাঝে কম্বল বিরণত করা হয়।