ইয়াছিন তন্ময়ঃ হবিগঞ্জের মাধবপুরে শিম গাছে ডালপালায় পরিপূর্ণ বেগুনী ফুলে সেজেছে শিমের ক্ষেত। মৃদু বাতাসে শিম ফুলের সঙ্গে দুলছে কৃষকের স্বপ্ন।
বৃষ্টিপাত থেমে থেমে হওয়ায় শিমের আবাদ বেশ ভালো হয়েছে। ফলে অনুকূল আবহাওয়ায় ফলন ও বাজার দর ভালো থাকায় শিম চাষিরা বেশ খুশি।
এরইমধ্যে বিক্রি করে অনেক চাষি চাষের খরচ তুলে আর্থিকভাবে বেশ লাভবান হয়েছেন। ফলে বদলে গেছে গ্রামীণ অর্থনীতির চিত্র। পরিচর্যা আর বিক্রির মধ্যে ৬ মাস কেটে যাবে শিম চাষিদের। চলতি মৌসুমে শিমের ফলন ভালো হবে বলে আশা করছেন কৃষকরা।
তাই করোনার দুঃসময়েও তাদের মুখে হাসি ফুটেছে। বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) সকালে সরজমিনে উপজেলার জগদীশপুর নোয়াপাড়া বেলঘর, এলাকায় গিয়ে দেখা যায় কৃষকরা কৃষি জমিতে চাষ করছেন আগাম জাতের শিম। বেলঘর গ্রামের কৃষক জালাল মিয়া বলেন তিনি এক বিঘা জমিতে শিম চাষ করেছেন । সার ও কীটনাশকসহ এ শিমের ক্ষেত তৈরিতে তার ব্যয় হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা।
খুচরা বাজারে তিনি ১০০ টাকা ধরে শিম বিক্রি করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হবে বলে জানান তিনি । মাধবপুর উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান আমার হবিগঞ্জ কে বলেন ,আমরা আমাদের উপজেলা কৃষি অফিস থেকে কৃষক দের সবজি চাষে সহযোগিতা করে থাকি। ইতিমধ্যে আমরা তাদের কে সার প্রদান করেছি। কৃষকরা যেন জমিতে কীটনাশক কম প্রয়োগ না করে সে বিষয়ে পরামর্শ দিয়েছি।