মাধবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পোল্ট্রি খামার স্থাপন নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 9 December 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পোল্ট্রি খামার স্থাপন নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

Link Copied!

লিটন বিন ইসলাম, মাধবপুর প্রতিনিধিঃ  হবিগঞ্জের মাধবপুরে  ঘাস চাষের  কথা বলে  শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গড়ে তুলা হচ্ছে পোল্টি খামার । এ নিয়ে এলাকাবাসী ও পোল্ট্রি খামার স্থাপনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এলাকাবাসী পরিবেশ বিনষ্টের অভিযোগ এনে পোল্ট্রি খামার স্থাপন বন্ধ করার জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কমলপুর হযরত শাহজালাল (রঃ) আলিম মাদরাসা’র পাশে কোয়ালিটি কোম্পনী নামে একটি শিল্প প্রতিষ্টান  ঘাস চাষ করার নাম করে কৃষকদের কাছ থেকে কিছু জমি লিজ নেয়। পরবর্তীতে কোম্পানির লোকজন সেখানে ঘাষ চাষ না করে পোল্ট্রি খামার স্থাপন করার উদ্যোগ নেয়।

ছবি : উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগের কপি 

মাদ্ররাসার পাশে ও আবাসিক এলাকায় পোল্ট্রি খামার স্থাপন করার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থাণীয় লোকজন ও শিক্ষার্থীরা প্রতিবাদ করে। কিন্তু কোম্পানির লোকজন শিক্ষার্থী ও এলাকাবাসীর বাধা না শুনে পোল্ট্রি খামার স্থাপনের জন্য তাদের কাজ করতে থাকে। স্থানীয়দের অভিযোগ এখানে পোল্ট্রি খামার গড়ে তুলা হলে পরিবেশ দুষন হতে পারে। মাদরাসার পাশে কোন ভাবেই এ রকম পোল্ট্রি খামার হতে পারে না।
তাই এখানে পোল্ট্রি খামার বন্ধ করা প্রয়োজন। এ ব্যাপারে কমলপুর হযরত শাহজালাল (রঃ) আলিম মাদরাসা অধ্যক্ষ আনিসুর রহমান (আদিল) উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
কোয়ালিটি কোম্পানির এজিএম ফয়েজ আহাম্মেদ জানান, এলাকাবাসীর বাঁধার মুখে আপাতত কাজ বন্ধ আছে।
মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল আহমেদ জানান,এ ঘটনা নিয়ে উপজেলা নিবার্হী কর্মকতার নিকট এলাকাবাসী অভিযোগ করেছেন। উত্তেজনা দেখা দিলে সোমবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। কোম্পানির লোকদের সঙ্গে কথা বলে আপাতত কাজ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।