মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন । শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে। সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তারের নেতৃত্বে শাহপুর পুরাতন বাজার থেকে ঢাকা সিলেট মহাসড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার সত্যতা নিশ্চিত করে জানান, শাহপুর পুরাতন বাজার থেকে মহাসড়ক পর্যন্ত সরকারি খালের জায়গা দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মান করেছিল সে গুলো উচ্ছেদ করা হয়েছে। এ সময় মাধবপুর থানা পুলিশ সহ কানুন গো আব্দুল মান্নান পাটোয়ারী, সার্ভেয়ার শহিদুল ইসলাম, তহশিলদার নারায়ন চন্দ্র দেব উপস্থিত ছিলেন।