মাধবপুরে লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক ২ দিনব্যাপী প্রদর্শনী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 3 April 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক ২ দিনব্যাপী প্রদর্শনী

Link Copied!

মাধবপুরে লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক ২ দিনব্যাপী প্রদর্শনী অনুষ্টিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকালে মাধবপুর উপজেলা পরিষদ হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম ফয়সলের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মো. শাহজাহান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ, কৃষি কর্মকর্তা সজীব সরকার, মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী।

জীবনে সুস্থ থাকতে হলে বৈজ্ঞানিক উপায়ে তৈরী নিয়ম মেনে চলা এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সাংসরিক কার্যক্রম পরিচালনা করা শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো. আজিজুল হক।