শেখ শাহাউর রহমান বেলালঃ করোনাভাইরাস প্রতিরোধে সরকার সকল প্রকার গণপরিবহন নিষিদ্ধ ঘোষণা করলেও মানছেনা সিএনজি চালিত অটোরিক্সা। প্রতিদিনই হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে যাত্রী নিয়ে আসছে এইসব সিএনজি অটোরিক্সা। ফলে শহরমুখী জমায়েত বাড়ছে। সেই সাথে ঝুঁকে বাড়ছে করোনাভাইরাসের ।
এই দৃশ্য জেলার মাধবপুর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাটসহ প্রায় প্রিতিট উপজেলাতেই দেখা যায়। এসব এলাকায় প্রতিদিনই নিয়ম লঙ্গণ করে অবাধে চলছে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা।
হবিগঞ্জে সরকারিভাবে লক ডাউনের কোন সিদ্ধান্ত এখনো হয়নি। কিন্তু সাধারণ মানুষ স্বেচ্ছায় যাচ্ছেন লক ডাউনে। বাসাবাড়ি থেকে মানুষ তেমন বের হচ্ছেন না। সবাই আতংকিত সময় পার করছেন। সারা দিন বাসায় বসে টেলিভিশন, ফেসবুক কিংবা অনলাইন নিউজ পোর্টালগুলোতে চোখ রাখছেন। বাসাবাড়ীতে বসে এভাবেই দিন কাটাচ্ছেন শহরের লোকজন। তারপরও তারা খুশি মনে বাসায় সময় কাটাচ্ছেন। করোনাভাইরাস যাতে ছড়াতে না পারে সচেতনতা হিসেবে এটি করছেন বলে জানিয়েছেন তারা।
তবে শহরতলিতে মার্কেট ও দোকান-পাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। জেলার কয়েকটি উপজেলা ঘুরে এমন দৃশ্য ই চোখে পড়েছে।