মোঃ জহিরুল ইসলাম (লিটন পাঠান), মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ এক আব্দুর রউফ(৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সোমবার (৩ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ আব্দুর রউফ কে গ্রেফর্তা দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে। রোববার রাতে আটককৃত আব্দুর রউফ কে মাধবপুর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আব্দুর রউফ উপজেলার রামনগর গ্রামের সুন্দর আলীর ছেলে। রোববার র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল মনতলা বাজার রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রউফকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে র্যাব। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ জানান, এ ব্যাপারে র্যাব-৯ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।