মাধবপুরে 'রেড জোন ' এলাকায় পুলিশের মহড়া - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 20 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ‘রেড জোন ‘ এলাকায় পুলিশের মহড়া

Link Copied!

মো: মিটন মিয়া মাধবপুর প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির বিবেচনায় রেড জোন ঘোষিত এলাকার জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ এবং অন্যান্য বিধিনিষেধ নিশ্চিতে দায়িত্ব পালন করবে পুলিশ।

শনিবার (২০ জুন) রেড জোন এলাকাগুলো সরকারি নির্দেশনাবলী যথাযথ পালনের উদ্দেশ্যে পুলিশ টহল জোরদার করা হচ্ছে।

মাধবপুর পৌর শহরের ৫টি ওয়ার্ডকে সরকার রেডজোন হিসেবে ঘোষণা করেছে। এরই মধ্যে ৭ নম্বর  মাধবপুর বাজার ওয়ার্ডে শুক্রবার রাত ১২টা থেকে কঠোর লকডাউন কার্যকর হচ্ছে।

ছবি : মাধবপুরের রেডজোন এলাকায় পুলিশের বিশেষ মহড়া

এ বিষয়ে জানতে চাইলে করোনা পরিস্থিতিস্থিতে মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম দস্তগীর‘ জানান,রেডজোন ঘোষিত এলাকায় টহলের নির্দেশনা পেয়েছি আমরা। প্রশাসনের সঙ্গে সমম্বয় করে এবং জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব ।

করোনাভাইরাসের বিস্তার রোধে সারাদেশে টানা ৬৬ দিন সাধারণ ছুটি শেষে ৩১মে থেকে বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেয় সরকার। এরপর প্রতিদিন সংক্রমণ বাড়তে থাকে। তারপর করোনার বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনায় লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করে প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।

করোনাভাইরাস প্রতিরোধে গঠিত হবিগঞ্জ জেলা কমিটির মাধবপুর পৌরসভা ৫টি ওয়ার্ডকে রেডজোন হিসেবে চিহ্নিত করে।