মাধবপুরে রিভিউ ডিসকাশন ও মাঠ দিবস পালিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 28 April 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে রিভিউ ডিসকাশন ও মাঠ দিবস পালিত

Link Copied!

ইয়াছিন তন্ময় : হবিগঞ্জের মাধবপুরে ২০২০-২০২১ অর্থবছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে সরিষা জাত বারি ১৪ প্রদর্শনীকে কেন্দ্র করে কৃষি অফিসের উদ্যোগে কৃষকের মাঠ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে মাধবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির মাঠে অনুষ্ঠান হয়।

ছবি : মাধবপুরে রিভিউ ডিসকাশন ও মাঠ দিবস পালিত হয়েছে

এতে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল,তেল, মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওয়াতা বীজ উৎপাদন ব্লক (পরিদর্শনী) এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন করা হয়। বিষমুক্ত সবজি উৎপাদন,উন্নত বীজ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়।
উপসহকারি কৃষি অফিসার সোরাব হোসেনের সঞ্চালনায় ও কৃষি অফিসার আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার আল মামুন, জেলার এডিডি ক্রপ নয়ন মনি সুত্রধর, জেলার প্রশিক্ষণ অফিসার আশেক পারভেজ, উপসহকারি কৃষি অফিসার তাপস চন্দ্র দেব সহ প্রমূখ।