মাধবপুরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান বসানোয় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 2 December 2019

মাধবপুরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান বসানোয় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন এডিটর
December 2, 2019 9:34 pm
Link Copied!

মাধবপুর প্রতিনিধি:  হবিগঞ্জের মাধবপুরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান বসিয়ে ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বেশ কিছু দোকান মালিককে অর্থ দন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার মাধবপুর পৌর সদরে ব্যস্ততম বাজারের রাস্তায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান বসিয়ে ব্যবসা করার অপরাধে ১০টি দোকান মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার(ভূমি) আয়েশা আক্তার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার আইনে এ অভিযান চালানো হয়।

এ সময় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন পণ্য রেখে বিক্রি করার অপরাধে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়