মাধবপুরে রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 September 2021

মাধবপুরে রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা 

Link Copied!

ইয়াছিন তন্ময় মাধবপুর : মাধবপুরে রাস্তায় নির্মাণসামগ্রী রাখা যেন নিত্য দিনের চিত্র। জনসচেতনতার অভাবে রাস্তায় নির্মাণ সামগ্রী রাখার ফলে প্রায়ই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা।
গত বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) রাতে নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের ইউনুস মিয়ার পুত্র বাবলু মিয়া (২৬) রাস্তার উপর রাখা বালু ও পাথরের স্তুপে মোটরসাইকেলর চাকা স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। কয়েকদিনে একই জায়গায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন কয়েকজন।

ছবি : মাধবপুরে অপরিকল্পিতভাবে রাস্তার মধ্যে নির্মাণ সামগ্রী রাখায় প্রতিনিয়ত ই ঘটছে দুর্ঘটনা ।

এর কিছুদিন আগে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের ফরিদ মিয়া (৩০) নামে এক যুবক সুরমা চা বাগানের ৮ নম্বর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা ইটের স্তুপে আঘাত লেগে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এই ঘটনার পরে কিছুদিন রাস্তার উপর বা পাশে যাতে নির্মাণসামগ্রী রাখতে না পারে সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি করে।
কিছুদিন পরেই আবার সবকিছু আগের মতো হয়ে যায়। বাবলু মিয়ার মৃত্যুর ঘটনায় স্থানীয়রা অভিযোগ করে জানান, মূলত ঠিকাদার অল্প কিছু টাকা বাঁচানোর জন্য রাস্তার উপর এভাবে পাথর ও বালুর স্তুপ করে রেখেছিলেন।
দুর্ঘটনার পরে একদিনের মধ্যেই সব নির্মাণসামগ্রী উনি সরিয়ে ফেলেছেন। প্রথমেই এই কাজটা করলে হয়তো দুর্ঘটনায় বাবলু মিয়ার মৃত্যু হতো না।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। দুর্ঘটনায় বাবলু মিয়ার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়