তারেক হাবিব : মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পাক বাহিনীর দালাল আব্দুস সামাদের নাতি ও তালিকাভূক্ত রাজাকার আবুল খায়েরের পুত্র ফারুক আহমেদ পারুলকে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করায় জনসাধারণ ও আওয়ামী নেতৃবৃন্দের মাঝে সমালোচনার ঝড় বইছে।
তিনি শুধু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিই নন, ইতোমধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে শুরু করেছেন প্রচার-প্রচারণা। নিজের বাপ-দাদা তালিকাভূক্ত রাজাকার হলেও ব্যানার পোস্টারে নামের আগে নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান বলে পরিচয় দিচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, ১৯৭১ সালে উপজেলার ধর্মঘর ইউনিয়নে সোয়াবই গ্রামের মৃত কালা মুন্সির পুত্র মৌলভী আব্দুস সামাদ ও পুত্র আবুল খায়ের নেতৃত্বে ধর্মঘর ইউনিয়নে রাজাকার-আল বদর ও শান্তি কমিটি গঠন করা হয়। ওই কমিটি স্থানীয় সংখ্যালঘু ও অসহায় পরিবারের নির্যাতন এবং অগ্নিসংযোগ করা হয়।
এদিকে, সমালোচনার মুখেও আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী হয়ে রাজাকার পরিবারের সন্তান আওয়ামী লীগে থাকায় বিষয়টি নেতিবাচকভাবেই দেখছেন স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা। ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাই মাস্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি আমার হবিগঞ্জকে জানান, ফারুক আহম্মেদ পারুলের বাবা ও দাদা আমাদের এলাকার চিহ্নিত রাজাকার। আওয়ামী লীগের গত কাউন্সিলে তাকে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে দেখে আমি বিস্মিত হই এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবগত করি, যুদ্ধাপরাধী পরিবারের সদস্য পারুলের সাথে আমাদের কোন প্রতিদ্ব›িদ্বতা হতে পারে না। এরপর আমি এই কাউন্সিল নির্বাচন বয়কট করে চলে এসেছি। ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া এ প্রতিবেদককে জানান, ‘যুদ্ধাপরাধীর সন্তান সভাপতি প্রার্থী বলেই আমরা এই পাতানো নির্বাচন বয়কট করি। তার সভাপতির পদ বাতিলের দাবিতে আমরা জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির বরাবর অভিযোগ দায়ের করেছি।
তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম রাজা জানান, সাবেক সভাপতি ও সেক্রেটারি নির্বাচন বয়কট করে চলে গেলে উপজেলা আওয়ামী লীগ দলের বিশৃঙ্খলা এড়ানোর কথা বলে আমার কাছ থেকে একটি সাক্ষর নিয়ে পাতানো নির্বাচন দিয়ে কুখ্যাত রাজাকারের সন্তান পারুলকে সভাপতি নির্বাচিত করেন। আমি চাই ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগ এই কলংক থেকে মুক্তি পাক। অভিযুক্ত রাজাকার পুত্র ফারুক আহমেদ পারুল নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবী করে জানান, তার বাবা একজন শহীদ মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে রাজাকার ও পাকবাহিনীর হাতে শহীদ হয়েছেন এ ব্যাপারে তার কাছে যথেষ্ট প্রমাণাদিও আছে। একটি কুচক্রী মহল আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।
এদিকে, দৈনিক আমার হবিগঞ্জের কাছে সংরক্ষিত রাজাকারের তালিকা অনুসন্ধানে দেখা যায়, ১৯৭১ সালে উপজেলার ধর্মঘর ইউনিয়ন শান্তি কমিটির তালিকায় ১১নং এ রয়েছেন তার দাদা হাজী আব্দুস সামাদ এবং আলবদর এবং রাজাকার কমিটির ২১নং এ রয়েছেন তার পিতা আবুল খায়ের।