মাধবপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার (১১ অক্টোবর) ভোররাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত পিলার ১৯৯৯/এমপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১শ’ত কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস্ সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজা মাধবপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।