নাছির উদ্দিন লস্কর,মাধবপুর থেকেঃ হবিগঞ্জের মাধবপুরের বেজুড়ায় অবস্থিত যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেতনের দাবি তে শত শত শ্রমিক আন্দোলন করেছে ।তাদের মাঝে নেই কোন নিরাপদ দূরত্ব। (১১ই জুন) রোজ বৃহস্পতিবার সকালে উক্ত কোম্পানির মূল ফটকের সামনে ৩শ শ্রমিক তাদের পাওনা বেতন না পাওয়ায় এক জায়গায় জমাট হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। এমতাঅবস্থায় তাদের মাঝে করোনা প্রতিরোধে কোন সরঞ্জামাদিও দেখা যায়নি।

খবর নিয়ে জানা যায়, ৩শ শ্রমিকের ৩ মাসের বেতন নাদি আটকে দিয়েছে বাংলাদেশের বিশ্বস্ত কোম্পানি টি । তাতে বড় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিকরা,না পারছেন বাড়া ভাড়া ও খাওয়ার টাকা দিতে,না পারছেন বাড়িতে টাকা পাঠাতে ।
শ্রমিকদের দাবি,তাদের ৩ মাসের বেতন না দিয়েই শ্রমিকদের দেখে দেখে চাটাই করে দিচ্ছে কোম্পানি,তাতে তারা আরও বড় বিপদের মুখে আছেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
এ বিষয়ে কম্পানি কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাইলেও তারা বিতরে ই ঢুকতে দেয়নি।