মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

শুক্রবার (২১ফেব্রুয়ার) ভোরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার। পরে মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ , মাধবপুর থানা পুলিশ এবং আওয়ামীলীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করা হয় । আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রভাত ফেরী ও আলোচনা সভা সহ সারাদিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।