মাধবপুরে যত্রতত্র বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে যত্রতত্র বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়।

Link Copied!

 

মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুর পৌর বাজারে কিছু দোকানে গিয়ে দেখা যায় কোমল পানীয়ের বোতলের গায়ে লেখা মেয়াদ শেষ হয়ে গেছে বছর খানেক আগে। কিন্তু ক্রেতারা কেনার সময় কোমল পানীয়র এসব বোতল বা ক্যানের গায়ে কী লেখা আছে তা কখনোই খেয়াল করেন না।

মেয়াদ আছে কি নেই খেয়াল করার সময় কোথায় তাদের? অনেকেই বিষয়টি নিয়ে মাথা ঘামান না। কেনার পর তা দ্রুত পান করে বোতল বা ক্যান ছুড়ে ফেলে দেন তারা। আর এ সুযোগ নিচ্ছে একটি অসাধু ব্যবসায়ী চক্র।

দেশী-বিদেশী কিছু ব্র্যান্ডের কোমল পানীয়ের উৎপাদনের মেয়াদ শেষ হয়ে গেলেও ঘসামাজা করে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। নামীদামি ব্র্যান্ডের কোমল পানীয় বিক্রি করছেন। এসব কোমল পানির বোতল থেকে কৌশলে মেয়াদ লেখা জায়গাটি ঘষামাজা করে অস্পষ্ট করে দেয়া হয়। আবার কখনো মেয়াদোত্তীর্ণের তারিখটি পুরোপুরি মুছে দেয়া হয়। ক্লান্ত পথিকরাও তৃষ্ণার্ত থাকায় মেয়াদ ও মান যাচাই না করেই এসব পানীয় পান করছেন। নতুন মেয়াদ দিয়ে মেয়াদোত্তীর্ণ এসব কোমল পানীয় বিক্রি করচ্ছেন ব্যবসায়ীরা।

 

ছবি: কোমল পানীয় ফাইল ছবি

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএইচ ইশতিয়াক মামুন “দৈনিক আমার হবিগঞ্জ”কে বলেন, এ জাতীয় কোমলপানীয় মানব দেহের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। কারণ আমাদের স্বাস্থ্যের জন্য এ ধরনের তরল খাদ্যের কোনো প্রয়োজন নেই।

আবার মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় মানবদেহের জন্য আরো বেশি ক্ষতিকর। এ ধরনের পানীয় সংরক্ষণের জন্য ব্যবহৃত কৃত্রিম স্বাদ ও রঙযুক্ত বিভিন্ন উপাদান মেয়াদোত্তীর্ণ হলে বিপরীতমুখী কাজ করে থাকে, যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হয়, শরিলের কিডনি, লিবার, ফুসফুস সহ মানব দেহের ক্ষতি করে।