মাধবপুরের কালভদ্র নদী : ময়লা আবর্জনা ফেলে সৃষ্টি করা হয়েছে ডাস্টবিন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 6 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের কালভদ্র নদী : ময়লা আবর্জনা ফেলে সৃষ্টি করা হয়েছে ডাস্টবিন

Link Copied!

ইয়াছিন তন্ময়,মাধবপুর  :   মাধবপুরে মরতে বসেছে কালভদ্র।  নদী এই নদীর উৎপত্তি হয়ে ছিল রঘুনন্দন পাহাড়ের অজানা স্থান থেকে।  উপজেলার চারাভাঁঙ্গা ও জগদীশপুর বাজার হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গেছে নদীটি। ময়লা,আবর্জনা আর দূষণ যেন পিছু ছাড়ছে না কালভদ্র নদীর। এক সময় বছরের প্রায় সব সময় এই নদীতে পানিতে থাকতো ভরা ।গ্রামের জেলেরা এই নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করত।  আজ সেই দিনগুলো শুধুই অতীত। এই নদী বর্তমানে মৃত প্রায়। এক সময়ের খরস্রোতা এই নদী বর্তমানে দূষণ আর ময়লার স্তুপের শিকার হয়ে মরতে বসেছে। নদীর দুই পাশে নির্মাণ করা হয়েছে বড় বড় ভবন ও শিল্প কারখানা। দীর্ঘদিন যাবত পাহাড়ি ঢলে কারণে পলি জমে কমে গেছে নদীর নাব্যতা। যৌবন হারিয়ে দ্রুত মরে যাচ্ছে।

ছবি : মাধবপুরের কালভদ্র নদীর ময়লা,আবর্জনা আর দূষণ যেন পিছু ছাড়ছে না।নদীর এই অংশে ময়লা ফেলে ভাগাড় করা হয়েছে

এই নদীটি এখন জগদীশপুর বাজারের ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিনে পরিণত হয়েছে। ফলে এক সময়ের খরস্রোতা এই নদীটি ক্রমেই সংকুচিত হয়ে তার রূপ হারিয়ে ফেলছে। এর হাত থেকে নদীটিকে রক্ষা করার আহবান জানিয়েছে এলাকাবাসী । উপজেলার বেলঘর গ্রামের বাসিন্দা হেলাল মিয়া ও মোঃ নোমান  দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, বর্ষা মৌসুমে পানি থাকলেও খরা মৌসুমে প্রতি বছর নদীটি সম্পূর্ণ শুকিয়ে যায়,জগদিশপুর বাজারের পরিত্যক্ত সব ময়লা আবর্জনা নদীতে ফেলছে। পুরো নদীটি এখন যেন একটি বিশাল ডাস্টবিন। যার যখন মনে হয় তখন তাদের ময়লা আবর্জনা নদীতে ফেলছে। এতে পরিবেশসহ নদীটির পানি দূষণ পরিধি সংকুচিত হয়ে যাচ্ছে। এতে ভবিষ্যতে নদী দূষণের পরিমাণ মারাত্মক আকার ধারন করবে। তাই তারা এই নদী কে বাঁচাতে এলাকাবাসী সহ সকল কে এগিয়ে আসার আহবান জানান।