রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : করোনা ভাইরাস প্রতিররোধে স্বস্থ্যবিধি ও মাস্ক এর ব্যবহার নিশ্চিত করতে, ভোক্তা অধিকার নিশ্চিতে মাধবপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকটি প্রতিষ্টানকে নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬’আগষ্ট) মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান এবং উপজেলা সহকারী (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার মাধবপুর বাজারে এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনায় অভিযান চালান।
এসময় মাস্ক ব্যাবহার না করায় এবং নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করার জন্য নগদ ৮,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা প্রসাশনকে মাধবপুর থানা পুলিশ সর্বাত্মক সহযোগীতা প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক ব্যাবহার নিশ্চিত করনের জন্য এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।