মাধবপুরে মোবাইল কোর্টের অভিযানে কারেন্ট জাল জব্দ ও জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মোবাইল কোর্টের অভিযানে কারেন্ট জাল জব্দ ও জরিমানা

Link Copied!

মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক নেতৃত্বে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মাধবপুর বাজার থেকে অবৈধ কারেন্ট জাল ৭ হাজার মিটার ও কাটা বেড় জাল ১ হাজার ৫০০ মিটার উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।

পৌরসভা প্যানেল মেয়র দুলাল খা, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক উপস্থিতিতে জনসম্মুখে ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫০০ মিটার কাটা বেড় জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

 

ছবি: কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে

 

মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, অবৈধ কারেন্ট জালের প্রতি মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। এবং মাধবপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে যেনো অবৈধ কারেন্ট জাল ক্রয় ,বিক্রয় না করতে পারে। প্রশাসনের কঠোর নজর দারি থাকবে।