মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এই ধারাবাহিকতা অনুযায়ী হরষপুরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
গাছ লাগান পরিবেশ বাঁচান, এই শ্লোগান’কে সামনে রেখে শনিবার (২২ আগস্ট) সকালে হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কমর্সূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব ফারুক আহমেদ পারুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকা ও ম্যানেজিং কমিটির সদস্য সহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।