ঢাকাSaturday , 7 December 2019
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠানের মৃত্যুতে শোক সভা

Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠানের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ ডিসেম্বর) সকালে মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আব্দুল মালেক মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য ক্যাপ্টেন (অব.) কাজী কবির উদ্দিন।
মুক্তিযোদ্ধা ফুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার শফিকুল আলম আরজু, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, বিজয়নগর উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সোনালী ব্যাংক সিবিএ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুর আফজল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুছ চকদার মাখন, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, শফিক মিয়া, আব্দুল খালেক, সাংবাদিক মো. আইয়ুব খান প্রমুখ।