মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা : আহত ৩ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 22 January 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা : আহত ৩

Link Copied!

জমি সংক্রান্ত বিরোধের জেরে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহমদপুর গ্রামে এক মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের পিঠিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।এ ঘটনায় আহত ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

জানা যায়, আহমদপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে লুৎফর রহমানের সাথে একটি পুকুরের মালিকানার দাবি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে জরু মিয়া গংদের বিরুদ্ধে সম্প্রতি আদালতে মামলা করার পর পুলিশ আসামীদে বিরুদ্ধে চার্জশিট দেওয়ায় ক্ষিপ্ত হয়ে জরু মিয়ার লোকজন সোমবার (২২জানুয়ারী) বিকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে আমেনা বেগম,স্বপ্না ও লুৎফর রহমানের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আমান্না আফরিন মীম জানিয়েছেন আমেনা ও স্বপ্নার অবস্থা গুরুতর।আমেনা ও স্বপ্নাকে ব্রাহ্মনবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।স্বপ্নার পিতা লুৎফর রহমান দুবাই প্রবাসী।তিন মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছেন।লুৎফরের মা বেগম জহুরা বেগম জানান, ‘আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা।আমরা এ জঘন্য হামলার বিচার চাই।’

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানিয়েছেন, ‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’