মাধবপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 2 March 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা

Link Copied!

মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে , মাধবপুর উপজেলা পরিষদের আয়োজনে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২মার্চ)সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুজিব উদ্দিন রহমান তালুকদার ওয়াসিম এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান,সহ বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন, জগদীশপুর চেয়ারম্যান মাসুদ খান, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সোহেল, আদাঔর ইউনিয়নের চেয়ারম্যান মীর খুর্শেদ, চৌমহনী।ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবর রহমান সোহাগ, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, মুক্তিযোদ্ধা এনাম খাঁন,গবেষক সায়েদুর রহমান, সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, আইয়ুব খান, শিল্পকলা একাডেমীর সদস্যবৃন্দ  পরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।