মাধবপুরে মায়ের সঙ্গে অভিমান করে ৫ম শ্রেণির ছাত্র’র আত্মহত্যা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 20 September 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মায়ের সঙ্গে অভিমান করে ৫ম শ্রেণির ছাত্র’র আত্মহত্যা

Link Copied!

ইয়াছিন তন্ময় :   হবিগঞ্জের মাধবপুরে মায়ের সঙ্গে অভিমান করে মোঃ রকিবুল হাসান সজীব (১০) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার  বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা  আলিয়া মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামে এ ঘটনা ঘটে। সজীব ওই গ্রামের জমসিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে বাইসাইকেল নিয়ে ঘুরতে যায় সজীব। সাড়ে ৯টার দিকে ফিরে আসলে তার মা তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য শাসন করলে সে মন খারাপ করে না খেয়ে নিজের রুমে গিয়ে পরিবারের সকলের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে অনেক খোজাখুজির পর হঠাৎ ঘরের তিরে তার ঝুঁলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন,ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#