শিশু মোহন দাস, মাধবপুর : করোনা ভাইরাস সংক্রমনে মাধবপুরে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা মাস্ক পরিধান বাধ্যতা মূলক নিশ্চিত করেছে মাধবপুর উপজেলা প্রশাসন।
প্রশাসনে নিদের্শনা অমান্য করে ক্রেতা, ব্যবসায়ীরা। রবিবার (১৬ আগষ্ট) মাধবপুরে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার মাধবপুর বাজারে অভিযান চালিয়ে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন ব্যক্তি ও আড়ং লেডিস কর্নার সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।