মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে করোনা ভাইরাসের সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবপুর বাজারের এ অভিযান চালানো হয়। অভিযানে মাস্ক সামাজিক দুরত্ত ও স্বাস্থ্যবিধি না মানায় ১১,জনকে ভ্র্যাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে ! মুখে মাক্স না লাগিয়ে গলায় ঝুলিয়ে ও পকেট রেখেছেন এমন ১১,জনকে ভ্র্যাম্যমান আদালতে জরিমানা করা হয়। ১০,জনকে প্রতি ৫০০ ও ১ জন ১.হাজার টাকা করে ১১ জনের কাছ থেকে মোট ৬,হাজার টাকা জরিমানা আদায় করেন এবং মাস্ক ব্যাবহারে বাধ্য করেন!
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার !
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার বলেন, মাধবপুরে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই যারা স্বাস্থ্যবিধি না মেনে চলা ফেরা করবে উপজেলা প্রসাশন থেকে তাদের বিরোদ্ধে প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।