মাধবপুরে মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছে স্বচ্ছতা গ্রুপ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 13 December 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছে স্বচ্ছতা গ্রুপ

অনলাইন এডিটর
December 13, 2020 7:43 pm
Link Copied!

ছবি: মাধবপুরে মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছে স্বচ্ছতা গ্রুপ।

 

লিটন বিন ইসলাম, মাধবপুর : সড়ক দুর্ঘটনায় আহত ফালান সরকারের শরীরে জরুরি অস্ত্রোপচার দরকার। টাকা জোগাতে হিমশিম খাচ্ছেন দারিদ্র ফালান সরকারের পরিবার।

এ খবর পেয়ে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘স্বচ্ছতা গ্রুপ‘‘ ফালান সরকারের হাতে ২০ হাজার টাকা পৌঁছে দিলেন।

রবিবার সকালে অসুস্থ ফালান সরকারের বাড়িতে চিকিৎসা সহায়তা তুলে দেয়ার জন্য ছুটে গেলেন স্বচ্ছতা গ্রুপের কয়েকজন সদস্য। চিকিৎসা সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বহরা ইউপির সাবেক সদস্য ফরিদ মিয়া, সমাজ সেবক আব্দুস শহীদ, তাউছ মিয়া, স্বচ্ছতা গ্রুপের সদস্য সাংবাদিক হামিদুর রহমান, মামুন মিয়া, জুবায়ের আহমেদ স্বপন, শেখ শামছুল হক, সুলতান আলম, বাদল মিয়া। অসুস্থ ফালান সরকার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের। এভাবেই বিপদ-আপদে এলাকার লোকজনের পাশে দাঁড়ায় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বচ্ছতা গ্রুপ‘।

এখানকার গরীবদের এখন আর বিভিন্ন প্রয়োজনে এদিক-ওদিক ছুটতে হয় না। বিভিন্ন সময় তাদের দুঃসময়ে এগিয়ে আসে উপজেলার সেচ্ছাসেবী সংগঠন স্বচ্ছতা গ্রæপ। শুধু চিকিৎসা নয়, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, করোনাকালে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন ‘স্বচ্ছতা গ্রুপের‘ সদস্যরা। প্রায় ২ বছর ধরে নিজেদের কষ্টের টাকায় এলাকার লোকজনের জন্য কাজ করে যাচ্ছেন সংগঠনটির সদস্যরা।

২০১৯ সালের মার্চ মাস। উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের করিমুল হকসহ কয়েক তরুণের কথা হচ্ছিল গরিব, অসহায়-দুঃস্থদের নিয়ে। বিপদে-আপদে তারা বিত্তবান লোকজন বা জনপ্রতিনিধিদের কাছে ধরণা দেন। তবু পর্যাপ্ত সহায়তা মেলে না। তাদের মুখ অনেকটা মলিনই থাকে। তাই তারা ঠিক করলেন ফেইসবুক মেচেঞ্জারে স্বেচ্ছাসেবী সংগঠন করবেন। করলেনও তাই।

‘স্বচ্ছতা গ্রুপ‘ নাম দিয়ে শুরু করলেন নিজেদের ইচ্ছাপূরণের পথে যাত্রা। বর্তমানে প্রায় সদস্য সংখ্যা ১০০ জন । সংগঠনে কারও নির্দিষ্ট কোনো পদ নেই। সবাই সমান। একজন সমন্বয়ক বা উদ্যোক্তার নেতৃত্বে স্বচ্ছতার কার্যক্রম চলবে আরও তারা সিদ্ধান্ত নিলেন নিজেদের জমানো টাকা একজনের কাছে গচ্ছিত থাকবে। সংগঠনের প্রয়োজনে তার কাছ থেকে নিয়ে খরচ করা হবে। এভাবেই চলছে তাদের কার্যক্রম। স্বচ্ছতা গ্রæপের উদ্যোক্তা করিমুল হক বলেন, এলাকার লোকজনের পাশে দাঁড়াতে পারছি এটা এক রকম আনন্দের। আর স্থানীয় সব দলের লোকজন আমাদের সহযোগিতা ও উৎসাহ দেন।

এ কারণে সংগঠনটি টিকিয়ে রাখা সম্ভব হয়েছে। স্বচ্ছতার সদস্য সুলতান আলম বলেন, আমি প্রবাসী। কিছু টাকা সমাজের অসহায় মানুষদের দিতে পারছি স্বচ্ছতার মাধ্যমে এটার আনন্দ বলে বুঝানো যাবেনা। ক্ষুদ্র ব্যবসায়ী শেখ শামছুল হক বলেন, প্রতি মাসে ইনকাম থেকে কিছু টাকা রেখে দেই সেবার জন্য।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন মিয়া বলেন, স্বচ্ছতা গ্রæপের যুবকরা এলাকায় যে সেবামূলক কাজ করছেন তা প্রশংসনীয় ও অনুকরণীয়। স্বচ্ছতার সদস্যদের মতো সমাজের অন্যরা এগিয়ে এলে গরিবের কষ্ট অনেক কমবে।