মাধবপুরে মাদ্রাসা ভবনের কাজের উদ্বোধন করলেন মন্ত্রী মাহবুব আলী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 27 February 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মাদ্রাসা ভবনের কাজের উদ্বোধন করলেন মন্ত্রী মাহবুব আলী

Link Copied!

মোঃ জহিরুল ইসলাম (লিটন পাঠান), মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা সিনিয়র আলিয়া মাদ্রাসার ৪ তলা মুক্তিযোদ্ধা মৌলানা আসাদ আলী ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) বিকেলে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন।

মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি আব্দুল আওয়াল শাহ লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলী, মহিউজ্জামান হারুন, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, এডঃ শফিউজ্জামান ফরহাদ, নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার রায়, রফিকুল ইসলাম প্রমুখ।