মাধবপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ : থানায় জিডি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 1 March 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ : থানায় জিডি

Link Copied!

জালাল উদ্দিন লস্কর :   মাধবপুরে আরাফাত হোসেন  রিফাত নামে ১১ বছর বয়সের এক মাদ্রাসা ছাত্র গতকাল রবিবার( ২৮ফেব্রুয়ারি) থেকে নিখোঁজ। বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে গতকাল বিকাল ৩ টার সময় বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। রিফাতের বাবা আকবর আলী কর্মসূত্রে বর্তমানে সৌদী আরবে আছেন।তার মায়ের নাম শিল্পী বেগম।তারা ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের কলপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে মাধবপুর পৌর এলাকার শ্যামলীপাড়ার ভাড়া বাসা থাকেন।

ছবি : আরাফাত হোসেন  রিফাত এর ফাইল ছবি

নিখোঁজ রিফাত মাধবপুর পশ্চিম বাজার কওমি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।এ ব্যাপারে রিফাতের দাদা আইয়ুব আলী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ,জিডি নং ২৩, তারিখ ০১/৩/২০২১ ইংরেজী।
মাদ্রাসার মুহতামিম কেফায়েতউল্লার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান তার মাদ্রাসায় নুরানী ও হেফজ বিভাগে ১০০ জন শিক্ষার্থী রয়েছে। তিনি দাবী করেছেন রিফাত বাসা থেকে কিছু টাকা নিয়ে গেছে বলে তিনি শুনেছেন। তবে তার এই বক্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।