মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর গ্রামের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহজালাল (রহঃ)সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। উপজেলার কমলানগর গ্রামের মেরিন ইঞ্জিনার জয়নাল আবেদীন মাদ্রাসা ছাত্রের জন্য পোশাক প্রদান করেন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পোষাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান্দুরা হাবেলীর পীর সাহেব সৈয়দ তাকি বখ্ত, বদর উদ্দিন মাস্টার ,মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক হামিদুর রহমান,সহ সভাপতি ইয়াছিন উদ্দিন মাষ্টার,বিশিষ্ট মুরব্বি রফিকুল ইসলাম,আক্কাছ আলী,আবুল খায়ের,আব্বাস উদ্দিন,আসকর আলী প্রমুখ।