ইয়াছিন তন্ময়, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজলার কমলপুর শাহজালাল (রাঃ) আলিম মাদ্রাসার তিন ছাত্রীকে মাদ্রাসা যাওয়ার পথে উক্ত্যক্ত করার অভিযাগে কিশোর গ্যাং সদস্য রনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(১ নভেম্বর) দিবাগত রাতে উপজলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে কাশিমনগর ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার রনি রামনগর গ্রামের বাচু মিয়ার ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাবুল চৌধুরী জানান, গত শনিবার রামপুর গ্রামের কিশোর গ্যাং সদস্য গ্রেফতার রনি ও সাইফুলের নেতৃত্বে ১০/১২ জনের কিশোর গ্যাং সদস্যরা মোটর সাইকেল চালিয়ে শাহজালাল (রাঃ) আলিম মাদ্রাসার তিন ছাত্রীকে উক্ত্যক্ত করে।
এ ঘটনায় এক ছাত্রীর অভিভাবক মাধবপুর থানায় রনিকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামী গ্রেফতাকৃত রনিকে মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।