মাধবপুরে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, জরুরি বৈঠক অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, জরুরি বৈঠক অনুষ্ঠিত

Link Copied!

আক্তার হোসাইন, মাধবপুর : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার
জগদীশপুর ইউনিয়নের অর্ন্তগত দক্ষিন বেজুড়া গ্রামে গত সোমবার ২৭ জুলাই রাত ৯ টায় শ্রী শ্রী মিলন মন্দির প্রাঙ্গনে চোরাচালান, আইন শৃঙ্খলা ও মাদক বিরোধী এক জরুরী সভা অনুষ্টিত হয়।

সভায়, জনাব আরজু মেম্মাবার ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ বেনু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, ওসি তদন্ত গোমলাম দস্তগীর, শ্রী শ্রী মিলন মন্দিরের সভাপতি রজত মজুমদার প্রমুখ।

 

ছবি: চোরাচালান, আইন শৃঙ্খলা ও মাদক বিরোধী এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

 

সিনিয়র সহকারী পুলিশ সুপাার বলেন বর্তমানে দেশ তথা সমাজের বিভিন্ন স্থানে মাদকের ছড়াছড়ি দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া মাদকের কারনে সমাজে অপরাধ প্রবনতা ও চুরি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যুব সমাজ মাদকের নেশায় জড়িয়ে পড়ছে। এ ব্যপারে প্রত্যেক পাড়া কিংবা মহল্লায় জনসচেতনা গড়ে তুলতে হবে।

এ ব্যপারে সবাইকে মাদকের ব্যপারে সেচ্ছার হতে হবে। তিনি আরো বলেন, মাদকের ব্যপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ ও কাউকেই ছাড় দেওয়া হবে না।