মাধবপুরে মাটি-বালু উত্তোলনের দায় ২ ব্যক্তিকে জেল-জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 2 January 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মাটি-বালু উত্তোলনের দায় ২ ব্যক্তিকে জেল-জরিমানা

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :   হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায় দুই ব্যক্তিকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২ডিসেম্বর) দুপুরে তাদেরকে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মহিউদ্দিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার আধাঐ ইউনিয়নরে নজরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে পাভেজ মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার মাজহারুল ইসলাম শিহাব।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আধাঐ ইউনিয়নরে শেওলিয়া ব্রীজের নিচ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় পারভেজ মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।
অরপরদিকে, উপজেলা চৌমুহনী ইউনিয়নের জয়পুরে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে মাজহারুল ইসলাম শিহাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।