মাধবপুরে মাইক্রোবাস-অটোর সংঘর্ষে আহত তিন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 6 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মাইক্রোবাস-অটোর সংঘর্ষে আহত তিন

Link Copied!


মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহা সড়কে
 মাইক্রোবাস- সিএনজি অটোরিক্সশা সংর্ঘষে  সিএনজি ড্রাইভার সহ আহত তিন জন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা সিলেট মহা সড়কে জগদীশপুর বিএইচএল সিরামিক্স এর সামনে ৬ জুলাই দুপুর ১ঃ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
উপজেলার জগদীশপুর ইউপির খাঠুরা গ্রামের চান মিয়ার ছেলে আহত আলী আজগরের (৩৪) সূত্রে জানা যায় তিনি দুধ নিয়ে নোয়া হাটি যাওয়ার জন্য নোয়াপাড়ার সাহেব বাড়ি বাসষ্ট্যান্ড থেকে সি এন জি তে উটে জগদীশপুর এলাকায় আসা মাত্র উপর দিকে আসা মাইক্রোবাস টি সিএনজি ধাক্কা দিলে সিএনজি টি রাস্তার মোড়ে গিয়ে পড়ে এতে ওনার ৫ মন দুধ সহ সিএনজি তে থাকা অজ্ঞাত নামের এক ব্যক্তি ও সিএনজি ড্রাইভার গুরুতর আহত হন। আলী আজগর তেমন বেশি আহত হন নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাটাই।
পরে স্থানীয়রা ঢাকা (মেট্রো খ ১২-৮৮৩৫)  নাম্বারের মাইক্রোবাসটি আটক করে পুলিশ কে খবর দেয়। জানা যায় গাড়ি টি আর এফ এল কম্পানির মহিলা ডাক্তারের।