মাধবপুরের বহরা ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে নামে এক বর্তমাননমহিলা মেম্বারকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ঙ্গলবার (২১ মে) বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। আহত মহিলা মেম্বারের নাম সেলিনা আক্তার (৫৫)। তিনি ৩ নং বহরা ইউনিয়নের সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার।তার স্বামীর নাম আব্দুল কাদির শিশু। মাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে সেলিনা খাতুনের ছেলে এনামুল হক সুমনও (৩০) গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে আব্দুল কাদির শিশুর প্রতিবেশী সোহেল মিয়া ও সুমন মিয়ার নেতৃত্বে ১৫/২০ জন লোক অতর্কিতে শিশুর বাড়িতে চড়াও হয়ে মহিলা মেম্বারকে বেধড়ক মারধর শুরু করে। এসময় সেলিনার ছেলে এনামুল হক সুমন মাকে রক্ষায় এগিয়ে আসলে হামলাকারীরা সুমনকেও এলোপাতাড়ি মারপিট করে গুরুতরভাবে জখম করে। সেলিনা খাতুন এবং তার ছেলে এনামুল হক সুমন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
আব্দুল কাদির শিশু জানান, সুমনের ভাতিজা হৃদয় মিয়া ও রাকি মিয়াকে ইটালি নেওয়ার কথা বলে ধর্মঘর এলাকার খাইরুল মিয়া ও রাজাপুর এলাকার হাইদর আলী নামের দুই দালাল মোটা অংকের টাকা নেয়। হৃদয় এবং রাকি মিয়াকে তারা ইটালিতে না নিয়ে দুবাইয়ে নিয়ে যায়। সেখান থেকে পরে ইটালি নেবে বলে দালালেরা কালক্ষেপণ করতে থাকে।
এই ঘটনার সাথে মহিলা মেম্বার সেলিনা খাতুন জড়িত সন্দেহে সুমন ও সোহেল মিয়া টাকা ফেরতের দাবিতে কিছুদিন যাবত চাপ দিয়ে আসছে।এর জেরেই আজ সেলিনা খাতুনের বাড়িতে অতর্কিত হামলা চালায় তারা।হামলাকারীরা সেলিনা খাতুনের ঘরের আলমারিতে রক্ষিত নগদ প্রায় ১ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট জরে নিয়ে যায়। এ ব্যাপারে রাত ১১ টার সময় মাধবপুর থানায় সুমন মিয়া ও সোহেল মিয়া সহ ১০ জনের নামে অভিযোগ দিয়েছেন সেলিনা খাতুন।